সবুজ সরকার,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে অসহায়দের মাঝে এডিপির ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এডিপি'র অর্থায়নে ও উপজেলা পরিষদের সহযোগিতায় স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, বেলকুচি উপজেলা পরিষদের চেয়াম্যান নুরুল ইসলাম সাজেদুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, বেলকুচি সদর ইউনিয়নের চেয়ারম্যান মির্জা সোলাইমান হোসেন, যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা প্রমুখ।
এসময় গরিব, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫' শতাধিক কম্বল বিতরণ করা হয়।
You cannot copy content of this page