সবুজ সরকার স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি এলাকা থেকে অস্ত্র-গুলিসহ চার জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয় চারটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এই পপ্রতিবেদককে এ তথ্য জানান গ্রেফতারকৃরা হলেন- জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫১), একই গ্রামের খবির প্রামানিকের ছেলে আসাদুল (৩২), আজুগড়া গ্রামের মৃত জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (৩৫) ও এনায়েতপুর দেওয়ানতলা বেতিলচর এলাকার সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬)।
এসআই নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ ফেব্রুয়ারি) রাতে তালগাছি বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক ওপর অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ওই চার জনকে গ্রেফতার করা হয়। সেসময় তাদের কাছ থেকে চারটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
গ্রেফতার শহীদুল ও আসাদুলের বিরুদ্ধে থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে। এদের মধ্যে শহীদুল একটি মামলায় ১৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত রয়েছেন। আটক অন্য দু’জন তাদের সহযোগী।
You cannot copy content of this page