মামুন সোহাগঃ জানিয়ে দাও সিঙ্গেল, দেখিয়ে দাও সিঙ্গেল। কেউ পাবে তো, কেউ পাবে না, তা হবে না, তা হবে না। প্রেমের নামে প্রহসন, মানি না, মানবো না। সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে।
বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজের সিঙ্গেল সোসাইটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করার সিগ্ধান্ত নিয়েছেন প্রেম বঞ্চিত শিক্ষার্থীরা। সেই মিছিল মুখরিত থাকবে এসব স্লোগানে।
ইতোমধ্যে, সংগঠনটির অফিসিয়াল ফেসবুক গ্রুপে এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করে বলা হয়েছেন। গ্রুপের এডমিন খান মুন্না এক বিজ্ঞপ্তিতে জানান,ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা বন্ধের প্রতিবাদে আগামী ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।
স্থানঃ সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস।
উক্ত মিছিলে তিনি সকল সিঙ্গেলদের উপস্থিত থাকারও পরামর্শ দেন। সেসময় তিনি আরো বলেন, মিছিলে উপস্থিতদের নিয়েই কমিটি গঠন করা হবে।
এদিকে তিতুমীর কলেজে সিঙ্গেলদের ভেতর জেগে উঠেছে তীব্র প্রতিবাদ। ভালবাসা দিবসের অশ্লীলতার ঘোর বিরোধী সকলেই। গ্রুপের এক ফেসবুক কমেন্টে উঠে এসেছে বিভিন্ন মতামত।
সেখানে বলা হয়েছে, একটা একটা মিঙ্গেল ধর ধরে ধরে সিঙ্গেল কর। এটাই হোক আমাদের স্লোগান।
আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন,মাইয়া মানুষের নেকামি সহ্য হয় না, এইজন্য।
Leave a Reply