1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
নড়াইলের ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতের অনেক ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছেন -রমেশ চন্দ্র সেন কালিয়ায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ! ভূল্লীতে সব্দলডাঙ্গা উমেদ আলী উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় সবজি ব্যবসায়ী বাবা-ছেলে গুরুতর আহত সব জায়গায় মেধার স্বাক্ষরতা রাখছে শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলা জাতির মানুষরা: হাসান ইকবাল শিশু সাংবাদিক আরিফিন মুনের গল্প ঠাকুরগাঁওয়ে মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ভূল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যখন যে সিওএস পদে অধিষ্ঠিত হয়, তখন তাঁর পোয়াবারো

টিউশন ফি, বাড়ি ও দোকান ভাড়া আগামী তিন মাসের জন্য মওকুফ করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ

সংবাদ দাতার নাম
  • সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৪৭২ জন পড়েছেন

নাসিম আহমেদ রিয়াদ, স্টাফ রিপোর্টারঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি, বাড়ি ও দোকান ভাড়া আগামী তিন মাসের জন্য মওকুফ করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

এসব দাবি পূরণের লক্ষ্যে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর নেতৃত্বে রয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, করোনাভাইরাস সংকটে সাধারণ শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষদের আর্থিক সমস্যার কথা বিবেচনা মানবিক স্বার্থে সকল শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি, বাড়ি ও দোকান ভাড়া আগামী তিন মাসের জন্য মওকুফ করতে হবে। আমরা আশা করি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এসময় তিনি বাড়ি ও দোকানের মালিকদেরকে মানবিক দিক বিবেচনা করে তাদের ভাড়াটিয়াদের আগামী তিন মাসের ভাড়া মওকুফ করার জন্য অনুরোধ জানান।

সনেট মাহমুদ বলেন, এই সংকটময় মুহূর্তে সাধারণ খেটে খাওয়া মানুষ কোন কাজ করতে পারছে না, বাড়ি থেকে বের হতে পারছে না। কিভাবে তারা বাড়ি ভাড়া দিবে যেখানে দুবেলা দুমুঠো ভাত নাই মানুষের, তাই সরকারের কাছে অনুরোধ কোন ধরণের শর্ত ছাড়ায় বাড়ি, দোকান ও টিউশন ফি মওকুফ করে দেওয়া হয়।

এ সময়ে সংগঠনটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুবেল হোসেন ও শাহাবাগ থানার সভাপতি ইসরাফিল চৌধুরী পাবেলসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা