খাদেমুল আজাদ :
করোনাভাইরাসের কারনে সবাইকে ঘরে থাকার কথা বলা হলেও ঘরে থাকতে পারছে না পরিচ্ছন্নতা কর্মীরা। কাজের তাগিদে প্রতিনিয়তো বাইরে আসতে হচ্ছে তাদের। সবাই যখন ঘরে স্বেচ্ছায় “হোম কোয়ারেন্টিন’’ এ আছে সেই সময়টায় তারা রাস্তায় বের হয়ে ঘরের সবার ঘরের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা পরিস্কার করতে ব্যস্ত। বিশ্ব সাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ভাইরাসবহনকারীর ব্যবহার করা টিসু অথবা মাস্ক থেকেও ছড়াতে পারে প্রানঘাতী এই ভাইরাস। কিন্তু পরিচ্ছন্নতাকর্মীরা বিশেষ কোন প্রতিরক্ষামূলক পোশাক ছাড়াই কাজ করে যাচ্ছেন , এতে ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার আশংকা অনেকাংশে বেশি।
You cannot copy content of this page