ডেস্ক রিপোর্টঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মাস্টার্সের শিক্ষার্থী এম কে হাসান সবুজ। করোনা প্রকোপ শুরু হলে চলে যান নিজ গ্রাম চাঁদপুরে। সেখানে গিয়েই কাজ করছেন গ্রামের অসহায় মানুষদের জন্য।নিজ উদ্যোগে গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য ও করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরন করেন তিনি।
তিনি জানাম, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী।
জননেত্রী শেখ হাসিনার ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করেছি। ইনশাল্লাহ করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।
You cannot copy content of this page