সেলিম রেজা তাজ,ব্যুরো চীফঃ-
করোনার প্রভাবে ঘরবন্দি অসহায়-দিনমজুর-খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
তিনি ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব তহবিল থেকে বেনাপোল পৌর সভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের ঘরে ঘরে গিয়ে চাউল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, সাবান, মাস্ক ইত্যাদি পৌঁছে দেন।
এছাড়া বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরের হাতেও এসব ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন মেয়র এলাকার অসহায় মানুষকে বিতরণের জন্যে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বেনাপোল পৌর আশপাশের এলাকায় নিম্ন আয়ের মানুষের বাসায় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন,
করোনার সংক্রমণ এড়াতে বেনাপোল নগরজুড়ে ঘরবন্দি হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ অবস্থায় বিশেষ করে বিপাকে পড়েছেন অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া লোকজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। অসহায় মানুষের উদ্দেশ্যে আরও বলেন, আজ,সকাল থেকে পৌরসভার সকল ওয়ার্ডে প্রায় সাড়ে চার হাজার মানুষকে আমরা খাবার আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।খাবারের জন্য আপনারা বাহিরে আসবেন না ,দয়া করে আপনারা ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন ,পরিবার কে নিরাপদ রাখুন ,মনে রাখবেন আমরা বাঙালী জাতি বীরের জাতি ,জয়ী জাতি আমরা ঐক্যবদ্ধ স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা জয়ী হবো ইনশাআল্লাহ।
Leave a Reply