মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অসহায় দুস্থ ও কর্মহিন পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়েছে।
প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোস্তাাফিজুর রহমান ফিজার এম.পি এর নির্দেশনায়, শনিবার বিকেলে পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের কাটাাঁবাড়ী গ্রামে উপজেলায় ১০ হাজার পরিবারের গরিব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরায় চৌধুরী,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান,কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এ.এস.এম নাসিম মাহামুদসহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply