আব্দুর রউফ রুবেল, স্টাফ রিপোর্টারঃ
রাতের আধারে হতদরিদ্র ও দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পাইটাল বাড়ী যুব সংঘ।
শুক্রবার (০৩ এপ্রিল) রাতে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে অসহায়,হতদরিদ্র, শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষের মাঝে প্রতি পরিবারকে আড়াই কেজি চাল, এক কেজি আলু, ,আধা কেজি ডাল, ও একটি সাবান সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন পাইটালবাড়ী যুব সংগঠনের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, শরীফুল ইসলাম (সজীব) আলমগির, আমিনুল ইসলাম (সুমন) হৃদয় খান, লালচান এমদাদুল, রাসেল, টুটুল, আসমাইল, কাসেম, রাকিব,অমিত, রাজন আহমেদ সহ সকল সদস্য।
পাইটাল বাড়ী যুব সংঘের সদস্যরা জানান, সমাজের বিত্তবানরা যদি হতদরিদ্রের পাশে দাড়ায় তাহলে করোনা ভাইরাসকে মোকাবেলা করা সম্ভব হবে। তারা সকলকে ঘরে থাকতে বিনীত অনুরোধ জানান।
You cannot copy content of this page