আবদুর রহমান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:করোনাভাইরাস প্রাদুর্ভাব থেকে বাচতে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বনে বাড়ির আঙিনা থেকে শুরু করে সকল স্থান পরিষ্কার রাখার নির্দেশনা রয়েছে।তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের রামগঞ্জে মাননীয় এমপি ড.আনোয়ার খানের নির্দেশনায় পৌর সোনাপুরের বিভিন্ন স্থানে আজ শনিবার জীবানুনাশক স্প্রে করা হয়েছে। এসময় এমপির নির্দেশনা মোতাবেক নিজ হাতে জীবানুনাশক স্প্রে করেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম, রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক এস এম মোজাম্মেল হক সহ প্রমুখ। এপ্রসঙ্গে জাহাঙ্গীর আলম ও এস এম মোজাম্মেল হক প্রতিদিনের সময়কে জানান, এমপির নির্দেশনায় সাধারন জনগন যেন করোনাভাইরাস প্রাদুর্ভাব থেকে কিছুটা হলেও মুক্ত থাকতে পারে সেজন্য সোনাপুর ১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে জীবানুনাশক স্প্রে করেছি।ইনশাআল্লাহ করোনাভাইরাস পরিস্থিতি স্বভাবিক না হওয়া পর্যন্ত এর ধারা অব্যাহত থাকবে। সবাইকে অনুরোধ করেছি বাড়ির আঙিনা পরিষ্কার রাখার জন্য।
Leave a Reply