নীলফামারী: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সৈয়দপুর উপজেলার বাস টার্মিনাল, কামারপুকুর এলাকার প্রধান প্রধান সড়ক, মসজিদ, ফুটপাত ও আশপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে করেছে সিএসআর উইন্ডো বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা।
সংগঠনটির স্থানীয় প্রতিনিধি মহিবুল্লাহ্ আকাশের তত্ত্বাবধানে শনিবার (০৪ এপ্রিল) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করেন স্বেচ্ছাসেবীরা। পরে শিল্প এলাকাখ্যাত কামারপুকুর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ১মিটার দূরত্ব নিশ্চিতকরণে রং দিয়ে বৃত্তের দাগ কেটে দেন তারা।
এছাড়া সৈয়দপুরের বাইরে মাধবপুর, সাতকানিয়া, আলমডাঙ্গা, পবা, চরফ্যাশন, সিলেট সদর, ডিমলা, পত্নীতলা, চিলমারী, বেলকুচি, গোপালপুর, বাগাতিপাড়া, সুজানগর, পটুয়াখালী সদর উপজেলাসহ প্রত্যন্ত এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে সংস্থাটি। একইসঙ্গে তারা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় এবং মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণ করছেন। সঙ্গে মসজিদের ঈমামদের নানা পরামর্শও দিচ্ছেন।
সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা আহসান রনি জানান, এসব উপজেলার প্রায় দেড় কোটি মানুষের মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছে সিএসআর উইন্ডো বাংলাদেশ।
Leave a Reply