স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ববিতা খানম নামে এক গৃহবধুকে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।
সর্দি কাশি জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে তিনি রোববার গভীর রাতে এখানে ভর্তি হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান,
সোমবার সকালে ববিতা খানমের লালার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডাঃআলামিনকে ও নজর দারিতে রাখা হয়েছে।
তিনি আরো জানান ববিতা খানম অত্র উপজেলা কমপ্লেক্সের কর্মরত ডাঃ আলামিনের স্ত্রী। এবং উপজেলার বামনঘীয়ালা গ্রামের বাসিন্দা।। উল্লেখ্য উক্ত ডাঃ আলআমিন, স্বাস্থ্য কর্মকর্তা সহ একটি মেডিকেল টিম বেশ কয়েক আগে বিদেশ থেকে আসা ব্যাক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সনাক্ত করেন। এসময় পিপিই সল্পতার কারনে তারা নিজেদের নিরাপত্তা রক্ষা করতে পারেনি বলে জানা গেছে।
ধারনা করা হচেছ ওই সময় বিদেশ থেকে আশা ব্যাক্তিদের কাছ থেকে এই উপসর্গ ডাঃ আলামিনের কাছে থেকে আসতে পারে। তার স্ত্রী ববিতা ডাক্তারের সংপর্শে থাকায় হতে পারে।
Leave a Reply