1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

যদি ঘুম ভেঙ্গে দেখতাম : রাসেল উদ্দিন

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ৮৯২ জন পড়েছেন

ঘুম ভেঙ্গে যদি শুনতাম পৃথিবীটা আবার স্বাভাবিক হয়ে গেছে; অলৌকিক শক্তিতে সব কিছু আবার নতুন করে শুরু হয়েছে৷ প্রেমিকের হাত ধরে কথায় কথায় অভিমান করা প্রেমিকাটা পার্কের কোণে বাঁদাম চিবুচ্ছে। টিউশনের টাকা হাতে পেয়ে প্রিয় মানুষের জন্য এক জোঁড়া চূড়ি নিয়ে অবেলা সার্ভিসে ফার্মগেটের জ্যামে সময় দেখছে মধ্যবিত্ত প্রেমিক।

আবার যদি ভীড় ঠেলে বাসের সিটে জায়গা পেয়ে স্বস্তির নিঃশ্বাসে পৃথিবী জয় করে ফেলতো- কোন ক্লান্ত পথিক! হর্কাস মার্কেটের জমজমাট দরকাষাকষিটা যদি আবার বাকবিতন্ডা হয়ে যেত… বাসের হেল্পারের বিরক্তিকর -“মামা একটু চাপুন” শব্দটায় অফিস ফেরত ক্লান্ত পুরুষটা যদি আবার বিরক্ত হতো?

টিএসসি চত্বরে আবার যদি একদল বাউন্ডলে যুবক চায়ের কাপে প্রেমিকার বায়না নিয়ে ঝড় তুলতো..!! প্রিয় কবির কবিতাটা যদি নির্জন দুপুরে প্রেমিকার কাঁধে মাথা রেখে আরেকবার শুনিয়ে দিত কোন বেসুরো প্রেমিক;

মাঠের ক্রিকেকটা যদি আবার পাড়ার টংয়ে চায়ের কাপে বিশ্লেষণের হিড়িক পড়ে যেত… তর্ক বির্তকের মধুর রাজনীতিটা যদি আবার স্লোগান হয়ে রাজপথ রাঙিয়ে দিতো… উফ!

রিকশার প্যাডেল ঘুরিয়ে ক্লান্ত শ্রমিক মহল্লার ক্যারাম ঘরটায় যদি আবার রকমারী যাত্রীর নানান গল্পের হৈচৈ পড়ে যেত। স্টেশনের যাত্রীর আশায় রাত জেগে বিড়ি ফুঁকতে থাকা কূলিটা যদি আবার ব্যস্ত হয়ে উঠতো। যদি অলৌকিক কিছু ঘটে যেত ভালোবাসার পৃথিবীতে।

সুপার মার্কেটে জামাটার প্রাইজ ট্যাগে যদি আবার মধ্যবিত্ত স্বপ্নবাজের মন খারাপের গল্প লেখা হতো… রিকশার হুড় তুলে চলে যাওয়া যুবক যুবতীর প্রেম দেখে যদি ঈর্ষায় জ্বলে যেত সিগারেট ফুকঁতে ফুঁকতে পথ চলা কোন নির্লিপ্ত যুবক;

যদি টোকাই ছেলেটি আবার প্লাস্টিকের বোতল কুড়িয়ে মায়ের হাতে খুঁচরো পয়সা দিয়ে এক চিলিক হাসিতে আস্ত একটা পৃথিবী কিনে নিতে পারতো। যদি ঘুম ভেঙ্গে শুনতাম আমাদের পৃথিবীটা আবার আগের মত কোলাহলে ছেয়ে গেছে। যান্ত্রিক গোলযোগে বিচ্ছিন্ন হয়ে গেছে ট্রেনের শিডিউল, শহর ফেরত সন্তানের অপেক্ষায় পথ চেয়ে আছে কোন মমতাময়ী মা।

আমাদের পৃথিবী…জঞ্জালে ভরা পৃথিবীটা সুস্থ হয়ে উঠুক; নগরের গলীতে আবার রাজনীতির মিছিল হোক; স্লোগান হোক ভালোবাসার, শহর ছেয়ে যাক বিচ্ছেদ বিজ্ঞাপনের পোস্টারে। নিখোঁজ হয়ে যাক প্রেমিকার খোঁজে কোন প্রেমিক। বাসস্ট্যান্ডে লাইন পড়ে যাক অফিস ফেরত দায়িত্বশীল যাত্রীর৷ হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগীর বিদায়ে হাসি ফুঁটুক ডাক্তার নার্সের অমলিন ঠোঁটে৷

আমাদের পৃথিবী তুমি সুস্থ হয়ে উঠো, হোক না আবারো স্বার্থের গল্প; আবারো পাওয়া না হিসেব হোক তোমায় ঘিরে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

%d bloggers like this: