সবুজ সরকারঃ
টাংগাইল সদর উপজেলার করের বেতকা গ্রামের সেলিম রেজা বর্তমান দৈনিক আমাদের নতুন সময়ের প্রত্রিকার বেলকুচি প্রতিনিধি হিসাবে কর্মরতর বাবা মোহাম্মদ হযরত আলী মিয়া মারা গেছেন। (ইন্না লিল্লাহী----রাজেউন)
বার্ধক্যজনিত কারণে সোমবার বিকালে ৪টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মৃত্যকালে তার বয়স হয়েছিল বছর। তিনি স্ত্রী, ছেলে ৩, নাতী-নাতনিসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
রাত্র ৮ টায় বাদ এশার টাংগাইল সদর উপজেলায় বোয়ালী জামে মসজিদ মাদ্রসা তার নামাজে জানাযা শেষে বোয়ালী কবরস্থানে দাফন করা হয় বলে জানান তার ছেলে সেলিম রেজা।
সাংবাদিক সেলিম রেজার পিতার মৃত্যুতে বেলকুচি প্রেসক্লাব পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করছি।
You cannot copy content of this page