যশোর প্রতিনিধিঃ যশোরের শানতলা এলাকার একটি গুদাম থেকে ৪হাজার কেজি সরকারি চাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করেছে সেনাবাহিনী, ডিবি ও থানা পুলিশ সমন্বিত দল।এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে চাল উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। এসব চালের বস্তায় লেখা ছিল খাদ্য অধিদপ্তরের জন্য।
আটককৃতরা হলেন- বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের রাকিব হাসান শাওন (২৮) ও যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের হাসিবুল হাসান (৩৫)।এব্যাপারে ম্যজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান জানান,সেনাবাহিনী, ডিবি ও থানা পুলিশ সমন্বয়ে ৮০ বস্তায় ভর্তি ৪ হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ সন্ধ্যায় বলেন,গোপন সংবাদে জানা যায়, করোনার কারণে কর্মহীন মানুষের জন্য বিতরণের সরকারি চাল গোপনে মজুদ করা হয়েছে।
এমন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।পরে সেখান থেকে ৪ হাজার কেজি চাল উদ্ধারসহ দুজনকে আটক করা হয়েছে।
Leave a Reply