সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার অভিযোগে ১ হাজার ৫শ' টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে বেনাপোল বাজার, সাদিপুর, শার্শার রামপুর, জামতলা,উলাশী বাজার ও নাভারণ বাজার মনিটরিং কালে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী।
এসময় সাদিপুরে রোডে অবস্থিত দোকান মালিক মামুন শেখকে ১ হাজার টাকা, ও শার্শার চটকাপোতা রোডে অবস্থিত দোকান মালিক হালিমকে ৫০০শত টাকাসহ সর্বমোট ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী বলেন, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অপ্রয়োজনে বিভিন্ন স্থানে ভিড় না করা এবং সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য সকল ব্যবসায়ী, সাধারণ মানুষকে বোঝানো স্বত্বেও তারা আইন অমান্য করে দোকান পাট খোলা রাখার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়েছে। এসময় তিনি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।
You cannot copy content of this page