দেশে করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে কীভাবে দিন কাটছে নায়িকা নাসরিনের? চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে তার খোঁজও নেওয়া হয়নি- এমন অভিযোগ ছিল নাসরিনের। অবশেষে সমিতির বর্তমান কমিটির প্রতি তার এমন ক্ষোভের অবসান হলো আজ।
নাসরিন জানান, ‘আজ দুপুরে সমিতির পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছে। কেমন আছি জানতে চেয়েছে, খোঁজ-খবর নিয়েছে এবং আমাকে একটি ব্যাগ দেওয়ার কথা বলা হয়েছে। আমি তাদের বলেছি, আমার ব্যাগ লাগবে না। ব্যাগটি অন্য কোনো দুস্থ শিল্পীকে দেওয়ার জন্য তাদের বলেছি।’
তিনি আরও জানান, ‘খুব ভালো লাগছে সমিতির পক্ষ থেকে ফোন করা হয়েছে এটা ভেবে। এজন্য সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই।’
এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘শিল্পী হিসেবে আমাদের দায়বদ্ধতা আছে। আমরা সবাই একটি পরিবার। রাগ-অভিমান হবেই আবার তা ঠিক হয়ে যাবে। দেশের এমন পরিস্থিতিতে আমরা সকল শিল্পীদের খোঁজ-খবর নিচ্ছি। যেহেতু সমিতির কাজের পাশাপাশি শিল্পীদের খোঁজ নেওয়া হচ্ছে। তাই সবার সঙ্গে যোগাযোগ করতে একটু সময় লাগছে।’
You cannot copy content of this page