মো: এস. হোসেন আকাশ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:-
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে দুস্থ ও ২ শতাধিক হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কিশোরগঞ্জ ইমাম-উলামা পরিষদ জেলা শাখা।
বৃহস্পতিবার শহরের তারাপাশা নূরানী মাদ্রাসা প্রঙ্গনে কর্মহীন হতদরিদ্র এসব মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ও ১ পিস সাবান বিতরণ করেন কিশোরগঞ্জ ইমাম-উলামা পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ ইমাম-উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ রশীদ, মাওলানা শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক মুফতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল্লাহ সাদেক, প্রচার সম্পাদক মাওলানা তৈয়ব, সহ-প্রচার সম্পাদক মুফতি ইলিয়াস কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শুয়াইব আব্দুর রউফ, সদস্য মাওলানা নাসির উদ্দিন আসাদ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, হাফেজ হুমায়ূন কবীরসহ আরো অনেকেই।
এছাড়াও কিশোরগঞ্জ ইমাম-উলামা পরিষদ কিশোরগঞ্জ জেলা উদ্যোগে কয়েক দাপে ১০০০ হতদরিদ্রের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
Leave a Reply