মামুন কৌশিক নেত্রকোণা থেকে :সারা দেশকে করোনার সংক্রমণ থেকে রক্ষার জন্য লক ডাউন করা হয়েছে।তার প্রভাব পরছে নেত্রকোণা জেলাতেও।জেলাটির প্রায় অধিকাংশ উপজেলাকে অঘোষিত লক ডাউন করা হয়েছে।যার জন্য মোহনগঞ্জ উপজেলার দিন দিন আনে দিন খাওয়া একটা বিশাল জনগোষ্ঠী ঘরে আটকা পরেছে।তারা না পারছে খাবার সংগ্রহে বাহিরে যেতে না পারছে ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে।এমন অভুক্ত মানুষদের মাঝে সংসদ সদস্য রেবেকা মোমেনের ব্যাক্তিগত অর্থায়নে চার হাজার অভুক্ত মানুষের মাঝে ত্রাণ সংগ্রহ করা হয়েছে আজ। উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচীতে মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল সহ বিভিন্ন ইনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা ও পৌরসভার কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন।
Leave a Reply