নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) ৩০টি পিপিই বিতরণ করেছে। শনিবার (১১ মার্চ) সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন ও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর শাকুরের হাতে এ পিপিই তুলে দেন বিএমএর জেলা শাখার সভাপতি ডা. মনোয়ার হোসেন তাপস। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু, ডা. অলোক কুমার বাগচিসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল আধুনিক সদর হাসপাতালে ৫টি, লোহাগড়া ও কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি এবং জেলার বিভিন্ন বে-সরকারি হাসপাতাল ও ক্লিনিকের ডাক্তারদের জন্য ১৫টি পিপিই দেয়া হয়েছে বলে জানান বিএমএর সভাপতি ডা. মনোয়ার হোসেন তাপস।#
Leave a Reply