1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আইজিপি পুরস্কার পেল নড়াইল জেলা পুলিশ নড়াইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর যোগদান নাগরপুরে বাইপাস রাস্তার দাবিতে মানববন্ধন ৪৯ বিজিবির অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক-১ নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে হাসান ইকবালের শোক ঠাকুরগাঁওয়ে ইতিহাস হয়ে দাঁড়িয়ে বিস্তৃত ২২০ বছরের সূর্যপুরী আমগাছটি রেলের সরাঞ্জাম নিয়ন্ত্রকের দূর্নীতি’র সংবাদ প্রকাশ, সাংবাদিককে হুমকি, অভিযোগ দাখিল ঠাকুরগাঁওয়ে মসজিদের নির্মাণাধীন ঘর ভাংচুর, ক্ষুব্ধ এলাকাবাসী রমজানে বাজার স্থিতিশীল রাখতে বেনাপোল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান মহাত্মা গান্ধী পিচ অ্যাওয়ার্ড পেলেন রসায়নবিদ ড. মো. জাফর ইকবাল

করোনা শঙ্কায় কাজিপুরঃ ঢাকা-নারায়নগঞ্জ ফেরতরা বেপোরোয়া

সংবাদ দাতার নাম
  • সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২০
  • ৪৮৫ জন পড়েছেন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ 

সিরাজগঞ্জের  কাজিপুর  উপজেলার  পাশের জেলায় করোনা ভাইরাসের বিস্তার ঘটায় লকডাউন করা হয়েছে ছয়টি ইউনিয়ন। সাতজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। করোনার বিস্তার প্রতিরোধে কাজিপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বেশ কয়েকজন জনপ্রতিনিধি দিনরাত মানুষকে ঘরে ফেরাতে কাজ করে যাচ্ছেন। জীবনের ঝুঁকি জেনেও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু ত্রাণ বিতরণ করছেন। কিন্তু কে শোনে কার কথা ! কিছুতেই মানুষকে পুরোপুরি ঘরে রাখা যাচ্ছে না। তার উপরে নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঢাকা এবং নারায়নগঞ্জ থেকে ফেরত আসা সহস্রাধিক পোষাক শ্রমিককে নিয়ে। সরেজমিনে কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে দ্বিতীয় বার ঢাকা নারায়নগঞ্জ ফেরত ব্যক্তিরা নিয়ম নীতির তোয়াক্কা না করে হাটে-বাজারে জড়ো হচ্ছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত না করে ঘুরে বেড়াচ্ছেন এদিক সেদিক। গত বৃহস্পতিবার ও শুক্রবার রাত বারোটা থেকে ভোর রাত অবধি তারা মালবাহী ট্রাকে করে কাজিপুরে প্রবেশ করেছে। স্থানীয় জনগণ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের অনেকেই তাদের ঘরে রাখতে প্রচার চালিয়ে যাচ্ছেন। উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল সকাল থেকে নিজেই জনগণকে ঘরে থাকতে মাইকিং করছেন।নিজে বেশ কয়েকটি বাজারে গিয়েছেন। সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে সকালে সোনামুখী বাজার বন্ধ করে সহস্রাধিক লোককে ঘরে পাঠিয়েছেন।

করোনার বিস্তার প্রতিরোধে কাজিপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বেশ কয়েকজন জনপ্রতিনিধি দিনরাত মানুষকে ঘরে ফেরাতে কাজ করে যাচ্ছেন। জীবনের ঝুঁকি জেনেও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু ত্রাণ বিতরণ করছেন। কিন্তু কে শোনে কার কথা! কিছুতেই মানুষকে পুরোপুরি ঘরে রাখা যাচ্ছে না। তার উপরে নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঢাকা- নারায়নগঞ্জ ফেরতরা।

কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সম্প্রতি ঢাকা- নারায়নগঞ্জ ফেরত গার্মেন্টস শ্রমিকরা আমাদের চিন্তায় ফেলেছে উল্লেখ করে জানান, ‘লোকজনের আসা ঠেকাতে গতকাল রাত দুইটা পর্যন্ত আমি এবং ইউএনও রাস্তায় ছিলাম। কিন্তু তারা ভোররাতে ঢুকছে। আমরা সর্বস্তরের সচেতন মানুষের সহযোগিতা চেয়ে মাইকিং করছি। কথা বলেছি সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল প্রশাসনের সাথেও যাতে করে কোন গাড়ি তাদের গলিয়ে আমাদের কাজিপুরে ঢুকতে না পারে।’

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘সবাইকে ঘরে রাখতে আমরা নিয়মিত টহল দিচ্ছি। জনপ্রতিনিধিদেরকে এ বিষয়ে ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছি। অর্ধশত লোককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছি। প্রতিটি এলাকার সচেতন জনগণকে সজাগ ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছি। ’ সচেতন মহল মনে করছেন এদের রুখতে না পারলে কাজিপুরের করোনা পরিস্থিতি যেকোন সময় ভয়ংকর রূপ ধারন করতে পারে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা