আবদুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
করোনাভাইরাস সচেতনতা মোকাবেলায় বাধ্যতামূলক গৃহবন্ধীতে থাকা হতদারিদ্র, ছিন্নমূল,নিম্ন আয়ের কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ।১৩ই এপ্রিল সোমবার রামগঞ্জ আসনের এমপি ড.আনোয়ার খানের নির্দেশনায় উক্ত খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে পৌছে দেন রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক রাশেদুল হাসান, রামগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য জামাল হোসেন, পৌর যুবলীগের সদস্য ইব্রাহিম রাজু ও রাশেদ পাটওয়ারী সহ প্রমুখ।
রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক রাশেদুল হাসান বলেন, রামগঞ্জ আসনের মাননীয় এমপি ড. আনোয়ার খানের নির্দেশক্রমে আমরা রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে কর্মহীন পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছি।ইনশাআল্লাহ করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবলীগের এই ধারা অব্যাহত থাকবে।সেই সাথে আমাদের আহবান থাকবে সকলে নিজ নিজ ঘরে অবস্থান করে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভুমিকা রাখুন।
Leave a Reply