ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিকঃ
নৌপথে যাত্রীবাহী যে কোন ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা থাকার পর লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীর ঘাট থেকে ১০জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত কাঠের বোট ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে যাত্রী নিয়ে কাঠের বোট ইলিশা ঘাটে আসলে বিসিজি বেইস ভোলার টহল দল ৩জন মাঝিসহ বোটটি আটক করে।
এসময় যাত্রীদেরকে নিরাপদে নামিয়ে দেয় হয়। পরে আটককৃত মাঝিদেরকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০০০ টাকা জরিমানা করা হয়। বোটটি বর্তমানে ভ্রাম্যমান আদালতের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ট্রলারে যাত্রী প্রবেশ বন্ধে কঠোর অবস্থানে রয়েছে ভোলার প্রশাসন।
Leave a Reply