লিখন আহমেদ, সলঙ্গা প্রতিনিধি : "অপ্রয়োজনীয় জিনিস রেখে যান আর প্রয়োজনীয় জিনিস নিয়ে যান" এ শ্লোগানকে সামনে নিয়ে মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে উত্তর বঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজনে পুলিশের মানবিক দেয়ালের উদ্বোধন করা হয়েছে। হাইওয়ে পুলিশ সুপার বগুড়া রিজিয়ন এর দিক নির্দেশনায়,ওসি খায়রুল ইসলামের উদ্যোগে মঙ্গলবার সকালে মানবতার দেয়াল উদ্বোধন করেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন এর সার্কেল রায়হান ইবনে রহমান। শেষে সার্কেল রায়হান ইবনে রহমান হাটিকুমরুল রোড গোল চত্বর এলাকার রিক্সা,ভ্যান চালক,নাপিত সহ কর্মহীন ছিন্ন মুল মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
You cannot copy content of this page