বলিউড বাদশাহ শাহরুখ খান ভারতের মহারাষ্ট্র রাজ্যে করোনা মোকাবেলায় সামনের সারিতে থাকা মেডিক্যাল স্টাফদের জন্যে ২৫ হাজার পিপিই দিয়েছেন।
সে রাজ্যের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী রাজেশ তোপে শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়ে টুইটারে বলেন, জনপ্রিয় এই অভিনেতার দেয়া এসব পিপিই স্বাস্থ্যকর্মীদের ব্যাপকভাবে সাহায্য করবে।
এর জবাবে শাহরুখ খান মাইক্রোব্লগিং সাইটে বলেন, মহামারি কোভিড-১৯ মোকাবেলায় প্রত্যেকেই ঐক্যবদ্ধ আছেন।
এর আগে মাইক্রোব্লগিং সাইটে বলা হয়েছিল, শাহরুখের এনজিও মীর ফাউন্ডেশন স্বাস্থ্যকর্মীদের জন্যে ৫০ হাজার পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট(পিপিই) সরবরাহের বিষয়ে মহারাষ্ট্র ও পশ্চিম বঙ্গ সরকারের সঙ্গে কাজ করবে।
এর কয়েক সপ্তাহের মধ্যে শাহরুখ খান এসব পিপিই সরবরাহ করলেন।
এছাড়া, সম্প্রতি শাহরুখ ও তার স্ত্রী গৌরি খান কোভিড-১৯ এর রোগীদের চিকিৎসার জন্যে তাদের চারতলা বিশিষ্ট বক্তিগত অফিস ভবন ব্যবহারের কথা বলেছেন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, ভারতে সোমবার করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৩৫২ জনে।
Like this:
Like Loading...
Leave a Reply