মোঃ হেলাল উদ্দিন, কামারখন্দ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ী গ্রামে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে “বাগবাড়ী তরুণ সামাজিক কার্যক্রম সংস্থা ” নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। গ্রামের বিভিন্ন প্রবেশ পথে তারা অস্থায়ী ভেরিগেট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। অপ্রয়োজনে কেউ যেনো গ্রামে প্রবেশ করতে না পারে এবং প্রয়োজন ছাড়া কেউ যাতে গ্রামের বাইরে যেতে না পারে, সে বিষয়টি তারা তদারকি করছে। এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী দুইয়ের অধিক যাত্রী নিয়ে কেনো ভ্যানচালক কে গ্রামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সংগঠনটির সদস্যরা নিজ উদ্যোগে পালাক্রমে দায়িত্ব পালনের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করছে। গ্রামে প্রবেশ এবং বাইরে যাওয়ার সময় তারা যানবাহনে জীবাণুনাশক ছিটিয়ে দিচ্ছে এবং মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছে। তারা বিভিন্নভাবে প্রচার প্রচারণার মাধ্যমে গ্রামের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করে যাচ্ছে।
Leave a Reply