মামুন কৌশিক, বারহাট্টা, নেত্রকোণা থেকে: সারা পৃথিবীতে ভয়াবহ রুপ ধারণ করেছে করোনা ভাইরাস। পৃথিবীর অধিকাংশ দেশই নিজেদের লক ডাউন করে নিয়েছে করোনা ভাইরাসের প্রভাব থেকে নিজেদের বাঁচাতে।বাংলাদেশেও অনেক জেলা লক ডাউন করা হয়েছে। নেত্রকোণা জেলাও লক ডাউন করা হয়েছে। বারহাট্টা উপজেলায় এতদিন করোনা রোগী সনাক্ত হয়নি।কিন্তুু গতকালকে বাউসি ইউনিয়নের দেওপুর,চানপুর গ্রামে মোট ছয়জন এবং আসমা ইউনিয়নে একজন করোনা রোগী সনাক্ত হয়।কিন্তুু তারপরও সীমাহীন দায়সারা বারহাট্টা উপজেলার মানুষ। অযথা ঘুরাঘরি কমেনি উপজেলার লোকজনের মধ্যে।আজকে অযথা মোটরসাইকেল নিয়ে ঘুরাঘরির জন্য এক পথচারীকে ৫০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাদিয়া উম্মুল বানীন।তিনি সাধারণ মানুষদের উদ্দ্যেশে বলেন যে,আপনারা কেউ লক ডাউন উপেক্ষা করে বাইরে বের হবে না। নিজেরা ঘরে থেকে সুস্থ থাকুন অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করুন।
You cannot copy content of this page