মামুন কৌশিক, বারহাট্টা থেকে : সারা পৃথিবীতে ভয়াল রুপ ধারণ করেছে করোনা ভাইরাস।যারা কারণে পৃথিবীর প্রায় সব দেশ নিজেদের লক ডাউন করে নিয়েছে।বাংলেদেশের প্রায় ৫১ টি জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।তিনদিন আগে নেত্রকোণা জেলাকেও লক ডাউন ঘোষণা করা হয়েছে।যার কারণে লক ডাউন হয়ে গেছে বারহাট্টা উপজেলাও। লক ডাউনের কারণে সীমাহীন দূর্ভোগে পরেছেন উপজেলাটির সাধারণ মানুষ রা।তাই আজকে নেত্রকোণা জেলা পুলিশ সুপার জনাব আকবর আলী মুন্সির তত্বাবধানে নি:স্ব মানুষদের মধ্যে খাবার ও টাকা বিতরণ করা হয়। এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মিজানুর রহমান বলেন যে, আমাদের নেত্রকোণা জেলা ‘লকডাউন’ হওয়াতে কর্মহীন হয়ে পড়েছে দরিদ্র পরিবারগুলো।তাই আজকে তাদের মাঝে, সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছেন জনাব মোঃ আকবর আলী মুন্সী, মানবিক পুলিশ সুপার, নেত্রকোণা মহোদয়।এই মহামারীতে সবাই এগিয়ে আসলে একটা মানুষও না খেয়ে থাকবে না। তাই আমরা সবাই মিলে নি:স্বদের সাহায্য করি। সবাই ঘরে থেকে নিজেও সুস্থ থাকি এবং অন্যদেরও সুস্থ রাখতে সাহায্য করি।
Leave a Reply