মামুন কৌশিকঃ
সারা পৃথিবীতে ভয়াবহ রুপ ধারণ করেছে করোনা ভাইরাস। পৃথিবীর অধিকাংশ দেশই নিজেদের লক ডাউন করে নিয়েছে করোনা ভাইরাসের প্রভাব থেকে নিজেদের বাঁচাতে।বাংলাদেশেও ৫১ টি জেলা লক ডাউন করা হয়েছে।নেত্রকোণা জেলাও লক ডাউন করা হয়েছে তিন দিন ধরে।কিন্তুু যানবাহন চলা বন্ধ হচ্ছে না বারহাট্টা উপজেলায়।প্রায় প্রতিদিনই প্রশাসন এবং গাড়ি চলকদের মধ্যে চোর পুলিশের খেলা চলছে।যখনই কোন প্রশাসনের গাড়ি চলে আসে তখনই সবাই দৌড়ে চলে যায়।পরক্ষণেই আবার চলতে থাকে যানবাহন।এই বিষয়ে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন যে,বাঁচতে চাইলে ঘরে থাকতে হবে এটা জেনেও কিছু মানুষ রাস্তায় বের হয়ে আসে।তিনি আরও বলেন যে, আমাদের চেক পোষ্ট এবং টহলের কার্যক্রম বিদ্যমান রয়েছে।পরিবর্তীতে আরও কঠোর থেকে কঠোর তম হব আমরা কোন যানবাহন রাস্তায় দেখলে।তিনি সকলের উদ্দ্যেশে আরও বলেন সবাই ঘরে থাকুন নিজেও সুস্থ থাকুন অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করুন।
Leave a Reply