সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ করোনা সংক্রমণ প্রাদুর্ভাবের কারণে আতঙ্ক যেমন বাড়ছে তেমনি সচেতনতা বাড়াতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণে স্বেচ্ছাশ্রমে কাজ করছে বিভিন্ন সংগঠন।তারই ধারাবাহিকতায় কর্মহীন অসহায়,দরিদ্র ও খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছে শার্শা উপজেলার ভোরের পাখি নামক এক সামাজিক সংগঠন।
শুক্রবার বিকালে সংগঠনটির সভাপতির নেতৃত্বে সকালে উপস্থিত থেকে উপজেলার রেললাইনের পূর্বপাড়া এলাকার সুবিধাবঞ্চিত ৬০টি পরিবারের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরন করেন।
খাদ্যসামগ্রী বিতরনের সময় ভোরের পাখি সংগঠনের সুযোগ্য সভাপতি উপজেলা ভাইস-চেয়ারম্যান মেহেদি হাসান বলেন, আমরা খাদ্য সঙ্কটে থাকা মানুষগুলোকে খাদ্য সামগ্রী দিয়ে তাদের এই দূর্দিনে পাশে দাড়াতে চাই, চাই দেশের ক্রান্তিকালে ভূমিকা রাখতে। উপজেলা রেললাইন পূর্বপাড়ার মানুষের ডাকে সাড়া দিয়ে ভোরের পাখি সংগঠনের পক্ষ থেকে যারা এখনো ত্রাণ সামগ্রী পায়নি এমন ৬০টি পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। যদি কেউ বলে আমার বাড়ি খাবার নেই তাহলে আমার সংগঠনের যে কাউকে জানালে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করবো।
সংগঠনের সাধারন সম্পাদক মফিজুর রহমান বলেন, দেশের এই দুঃসময়ে সকলের এগিয়ে আসা উচিৎ। আসুন পারলে সকলে মিলেমিশে একসাথে দেশের এই দূর্দিনে কাজ করি।
খাদ্যসামগ্রী বিতরণের সময় ভোরের পাখি সংগঠনের সভাপতি ছাড়াও সংগঠনের উপদেষ্টা নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক বদিউজ্জামান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিরুল মিলন, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা আলী কদর ,শাহানুর ও আব্দুল গাফফার, সাংবাদিক জাহিরুল মিলন, সাংবাদিক খোরশেদ আলমসহ আরো অনেকে।
Leave a Reply