সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার নলিতাদাহ গ্রামে বেলগাছ থেকে পড়ে মানিক হোসেন (১৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মানিক ঝিনাইদহ জেলার বারোবাজারের ঘোপ এলাকার শামছুর রহমানের ছেলে।
নিহতের বাবা শামছুর রহমান জানান,ছেলে মানিককে নিয়ে মানুষের বাড়ির বেল গাছ থেকে বেল সংগ্রহ করে বিভিন্ন বাজারে বিক্রি করি।শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মানিক যশোর সদর উপজেলার নলিতাদাহ গ্রামে একটি গাছে বেল পাড়তে উঠে।
এ সময় সে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
এস/আর/শাহিন রেজা
You cannot copy content of this page