1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ইতালির বিভিন্ন প্রভিন্সে যুবদল কমিটি গঠনের লক্ষ্যে মনফালকনে গরিঝিয়া যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা রামগঞ্জে ফিরছে বিএনপির দুঃসময়ের কান্ডারী কবির হোসেন পাটোয়ারী ঝালকাঠি–১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজার রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য’র ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাথে হাবিব খান ইসমাইলের সৌজন্যে সাক্ষাৎ   নেত্রকোনা-৪ আসনে ট্রাক প্রতীকের মনোনয়ন কিনলেন ইতালি প্রবাসী খান মুহাম্মদ অপি ঠাকুরগাঁওয়ে অর্ধ-গলিত মা–মেয়ের লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের সম্প্রসারণে সপ্তাহব্যাপী মাইকিং প্রচারণা ঠাকুরগাঁওয়ে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ীকে হামলা, আহত দুই ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে গরুসহ সাত চোর আটক

সৌন্দর্যশিল্পে পুরুষদের অবদান ও ভবিষৎ

সংবাদ দাতার নাম
  • সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
  • ৯১৯ জন পড়েছেন

।।ইবি প্রতিনিধি।।

সুন্দরের সঙ্গে তাবৎ জীবেরই মনে ধরার সম্পর্ক, আর অসুন্দরের সঙ্গে হ’ল মনে না ধরার ঝগড়া। আমরা জানি বিউটি ইন্ডাস্ট্রি মেয়েদের জন্য কিন্তু বর্তমানে অনেক পুরুষদেরও কাজ করতে দেখা যাচ্ছে, এ বিষয়ের আদ্যোপান্ত জানতে চেয়েছিলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সৌন্দর্য বিষয়ক গবেষক ও লেখক, কসমিটোলজিস্ট মো. এ.কে.এস অনিমিথ স্যারের কাছে। তিনি আমাদেরকে অনেক অজানা ও অবাককর তথ্য দিয়েছেন যা আমরা পাঠকদের জন্য হবহু তুলে ধরলাম।

” সৌন্দর্যচর্চার সাথে খ্রিষ্টপূর্ব ৭ হাজার বছর আগে থেকেই পুরুষেরা জড়িত তখন শুধু ত্বক নিয়ে ভাবত তারা। এরপর ৮৪০ সালে রাজা “জিজিবেল” নিজের চোখের পাতা রঙিন করা শুরু করেন, যা নারী-পুরুষদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দেয় সে সময়। খ্রিষ্টপূর্ব ৪ হাজার বছর পূর্বে চায়না,জাপান ও মিশরের সংস্কৃতিতে প্রথম মেকাপ প্রচলন করে পুরুষরা। সে সময় কয়লা দিয়ে ছেলেরা আই মেকাপ করত, যা ধন-প্রতিপত্তি প্রকাশ পেত এবং সৃষ্টিকর্তার দৃষ্টি আকর্ষণ ও পরিবারের সকল অনিষ্ট থেকে বাঁচানোর জন্য পুরুষেরা চোখে গ্রিন শ্যাডো দিত। মধ্য যুগে রোমান পুরুষেরা চোয়ালে লাল রং করা শুরু করে নিজেদের আকর্ষনীয় দেখানোর জন্য, রানী প্রথম এলিজাবেথের সময় পুরুষদের মাঝে মেকাপ ব্যাপক জনপ্রিয়তা পাই। ১৬২৪ সালে রাজা লুইস বিভিন্ন হেয়ার স্টাইলের প্রচলন করেন, পুরুষেরাই নানা ধরনের স্টাইল তখন থেকেই সৃষ্টি করে আসছে, পরে নারীদের মাঝে ব্যাপক জনপ্রিয় হতে শুরু করে বিভিন্ন হেয়ার স্টাইল।

১৬২৯ সালে জাপানে “কাবুকি” শুরু করে পুরুষেরা ,এ সময় মুখে ফাউন্ডেশনের ব্যবহার প্রথম শুরু করে পুরুষেরা। তখনকার দিনে ফাউন্ডেশনকে বলা হতো ” অসহিরয়”। ঐ একই সময়ে ঠোঁট আকানো,রঙিন করা পুরুষেরা শুরু করেন। তখনকার দিনে মেকাপকে বলা হতো ” কুমাডরি”। পরে পুরুষদের এ সকল মেকাপ নারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে। ১৮ শতকে রানী ভিক্টোরিয়া নারীদের সৌন্দর্য চর্চার জন্য উৎসাহ দিতেন, সেটাই ২০ শতাব্দিতে নারীদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যায়। কিং লুইস প্রথম পটচুল পড়েন এবং পরে এটা নারীরাও পড়তে শুরু করে যা এখনো প্রচলিত।খ্রিষ্টপূর্ব ৬৩ সালে রোমান পুরুষেরা নিজেদের মসৃণ পা ও সরু ভ্রু পছন্দ করত,এজন্য তারা পায়ের লোম ও ভ্রু থ্রেডিং করত। মধ্যযুগে এটা নারীরা শুরু করে এবং বিশ্বব্যাপি জনপ্রিয়তা পায়।

১৯৩০ সালে চুল ও ত্বকের সকল পণ্য বিশ্বব্যাপি বাণিজ্যিক ভাবে সাড়া ফেলে, পৃথিবীর সৌন্দর্য সচেতন পুরুষদের মাঝে ৯৭% ত্বককে প্রধান্য দেয়। ১৭% পুরুষ মেকাপ করে এবং বর্তমানে বিশ্বে বিউটি ইন্ডাস্ট্রির ৩৪% ই পুরুষ ।

মোদ্দা কথা হলো একজন পুরুষ যদি গাইনোকোলজিস্ট হতে পারে তাহলে বিউটি ট্রেডে কেন কাজ করতে পারবে না? কিছু পেশা নারীদের,কিছু পেশা পুরুষদের এই হীনমন্যতা থেকে বের হয়ে আসতে হবে। পেশা যেমন পেশাই,আর পেশা যেমন মানুষের জন্য তেমনি নারীকেও শুধু নারী নয়,মানুষও ভাবতে হবে। ওয়ার্ল্ড বিউটি ইন্ডাস্ট্রির লক্ষ্যমাএা ২০২৩ হলো ৮০৫.৬১ বিলিয়ন মার্কিন ডলারের বাজার তৈরি করা।বিশ্ব সৌন্দর্যশিল্পের বাজারে আমরা আর অবহেলিত পরগাছার মত থাকব না, এজন্য সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাবো ইনশআল্লাহ।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page