মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জি,এম, রবিউল্ল্যাহ বাহার কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন
স্কুলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ইট ভাটা ফেরত দুইশতাধিক শ্রমিকদের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন। ১৭ এপ্রিল ইউনিয়নের কালিকাপুর, রামনগর, নেঙ্গী, কৃষ্ণনগর, রঘুনাথপুর
গ্রামের বিভিন্ন স্কুল ঘুরে শ্রমিকদের মাঝে এসব
দ্রব্যাদি পৌঁছে দেন। পাশাপাশি তিনি নিয়ম মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে ১৪ দিনের কোয়ারান্টাইন নিশ্চিত করতে শ্রমিকদের প্রতি অনুরোধ করেন।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সামাজিক
দায়বদ্ধতার জায়গা থেকে নিজ উদ্যোগ এই অসহায় মানুষগুলোর পাশে দাড়িয়েছি। সমাজের বিত্তবান
মানুষদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাড়ানোর ও অনুরোধ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জি,এম, সাইফুল্লাহ বাহার, জি.এম. রনি, তুহিন, রেজাউল, ইমরান, মতিউর প্রমূখ।
Leave a Reply