স্টাফ রিপোর্টারঃ
চলমান করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে জনজীবন। দুর্যোগ নেমে এসেছে নিম্নবিত্ত্ব শ্রেণীর মানুষের জীবনে। আর এসকল অসহায় মানুষগুলোর পাশে দাড়িয়েছে “পটুয়াখালী জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপসম্পাদক সাইফুল ইসলাম তামিম।
প্রথম ধাপে ৫০ টি পরিবারের পাশে দাড়ানোর পর দ্বিতীয় ধাপে আরো ৫০ অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে সাইফুল ইসলাম তামিম।
শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের এলাকার অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয় মহিপুর থানা ছাত্রলীগের শাখার সদস্যরা।
দুই ধাপে মোট ৫০ টি পরিবারের মাঝে চাল ,ডাল, আলু, লবণ , সাবানসহ নিত্য প্রয়োজনীয় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সাইফুল ইসলাম তামিম জানান,
চলমান করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছে অসংখ্য মানুষ । অসহায় মানুষের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে কর্মহীন, গরীব অসহায় ও নিন্মআয়ের মানুষের ঘরে ঘরে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।ভবিষ্যতে আমরা চেষ্টা করবো তাদের পাশে যেন আবারো দাড়াতে পারি। তারা সকলকে বিনীত অনুরোধ জানিয়ে বলেন সকলেই সামাজিক দূরত্ব বজায় রাখবেন এবং ঘরেই থাকবেন। অপ্রয়োজনে বাইরে বের হবেননা।
এ সময় উপস্থিত ছিলেন, মহিপুর থানা ছাত্রলীগ নেতা আল- আমিন হোসেন রাজু , ইমন হাওলাদার , মোঃ ইরফান সজিব , আরফিন রুবেল , মেহেদুল মিরাজ , মোঃ মেহেদী হাসান , মোঃ সাকিল আহম্মেদ , রাকিব গাজী , মামুন তালুকদার , মোঃ কাসেম , নাঈম মোল্লা , মোঃরাজ বাপ্পী , মোঃ সজিব , রাকিবুল কাজী , জাহিদ আকন , ইয়ামিন আহম্মেদ ও আসাদুজ্জামান শাকিলসহ ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply