শামীম মিয়া মির্জাপুর টাঙ্গাইলঃ মরণব্যাধি করোনা ভাইরাসের কারনে কর্মহীন মানুষ যখন কর্মছাড়া অসহায় হয়ে পড়েছেন।ঠিক তখনই কর্মহীন ও অসহায় পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮নং ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামের প্রবাসী ও যুবসমাজের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
জানাগেছে, সোমবার(২০ এপ্রিল)রাতে প্রবাসী ও যুবসমাজের উদ্যোগে কুইচতারা গ্রামের ৪০ টি কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে,১০ কেজি চাল,১কেজি পেঁয়াজ,২ কেজি আলু,১কেজি ডাউল,১কেজি তৈল,১কেজি লবন,৫০০গ্রাম চিনি,৫০০গ্রাম ছোলা বুট,১টি সবান ও ৫০গ্রাম শুকনা মরিচ।
Leave a Reply