প্রতিদিনের সময় প্রতিবেদকঃ
গত কয়দিনে বেড়েই চলেছে মহামারি করোনা ভাইরাস। প্রতি দিন আক্রান্ত বেড়ে চলছে। এই ভাবে যদি বাড়তে থাকে তাহলে দেশের পরিস্থিতি আরো খারাপ হবে।
তাই এই কথা ভেবে উল্লাপাড়া উপজেলার পূনীমাগাতির ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ চেয়ারম্যান আজ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জননেতা জনাব তানভীর ইমাম এমপি মহোদয়ের সহযোগিতায় ঐতিহ্যবাহী গয়হাট্টা ,স্হায়ী হাট হাই স্কুল মাঠে বসানোর ব্যবস্থা করে দিয়াছে।
স্হায়ী হাট বাজারের দোকান গুলো ফাঁকা মাঠে বসিয়ে দিন। একটা দোকান থেকে অন্য দোকান ১০ ফিট দুরত্ব রেখে বসান।দোকানের চার পাশদিয়ে রশি টানিয়ে দেয়। ক্রেতাদের জন্য নিদিষ্ট স্থান দাক কেটে দেয়।
যেনে সামাজিক দুরত্ব বাজাই রাখা বাজার করতে পারে। এই মহান উদ্যোগ জন্য এলাকায় বাশি অনেক খুশি। জনাব আল-আমীন সরকার বলেন, সামাজিক দুরত্ব বাজাই রাখা জন্য এই উদ্যোগ টা নেও।
যেনো সবাই সামাজিক দুরত্ব বাজাই রাখা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। তিনি আরো বলেন হাট চলবে সকাল ৯ টা থেকো বিকাল ৪ট পযন্ত। কোন সমস্যা না হয় সেই কারনে গ্রাম পুলিশ নিয়োগ করে এরং সে নিজও মানুষকে সহযোগিতা করছে।
এই ভাবে হাট বসানোর জন্য এলাকা বাসি অনেক খুশি।
Leave a Reply