প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২০, ৪:০১ অপরাহ্ণ
মানুষের জিবন বাঁচানোর যুদ্ধে লড়াই করছেন সিলেটের মেয়ে মেহরিন চৌধুরী
প্রবাসী ডেস্কঃ
সিলেট সদর থানা এসোসিয়েসনের সম্পাদক মন্ডলীর সদস্য মিনাহাজ চৌধুরীর স্ত্রী মেহরিন চৌধুরী আমাদের সিলেটের হিরো।
এই যুদ্ধে রাত দিন লড়াই করছেন মানুষের জিবন বাঁচানোর জন্য। নিজের জিবন ও পরিবারের মায়া ত্যাগ করে নিজের জিবনকে বাজী রেখে লড়ছেন মেহরিন চৌধুরী।
যার কাজই হচ্ছে ভেনটেলেসন দিয়ে মানুষের জিবনকে লাইফ সাপোর্ট দেয়া (icu)। সালাম সিলেটের অহংকার মেহরিন চৌধুরী ।
© 2024 Probashtime