বাড়ির সীমানা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের মারপিটে আলেয়া বেগম (৬৫) নামের এক মহিলা নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) রাতে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মরদেহ সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম লুৎফর রহমান জানান 'প্রতিপক্ষ আব্দুল মালেকের সাথে আব্দুল হাকিমের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় হাকিমের সাথে মালেকের ঝগড়া বাঁধে। এক পর্যায়ে আলেয়া বেগম ঝগড়া থামাতে গেলে মালেক তার উপর চড়াও হয়। তাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করে। রাতে হাসপাতালে নেবার পথে আলেয়া মারা যায়। এ ব্যাপারে নিহতের পুত্র আলামিন বাদী হয়ে থানায় মামলা করেছে।"
You cannot copy content of this page