প্রবাসী ডেস্কঃ বাংলাদেশ দূতাবাস জর্ডানে চলমান কারফিউের কারনে যে সকল বাংলাদেশী খাদ্য সঙ্কটে আছেন তাদের সাহায্যার্থে খাদ্য বিতরন কর্মসূচীতে, আজ আজ ত্রাণ বিতরণ করলেন পাঁচটি এলাকায়, মদিনা সানা, আবু সুয়ানা, তুরুকমান, সাহাব বাজার ও নওজা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত নাহিদা সুবাহান ম্যাডাম ও আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির স্যার প্রথম সচিব ( শ্রম বিভাগ), মোহাম্মদ বশির স্যার প্রথম সচিব (দূতালয় প্রধান), জালাল উদ্দিন বশির (সভাপতি, প্রবাসী বাংলাদেশি কল্যাণ সমিতি) এবং আসাদুজ্জামান আসাদ, (সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান শাখা) এ এস শ্যামল সাধারন সম্পাদক (বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান) মোঃ জামাল মিয়া (সহ সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান) শেখ হুমায়ুন কবির যূগ্ন সাধারন সম্পাদক বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান) মোঃ শাহিন মিয়া সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান) মোঃ আবুবক্কর ভারপ্রাপ্ত সভাপতি সাহাব জেলা শাখা সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্য অন্য নেতৃবৃন্দ এবং সাহাবে সহ-সভাপতি সোলেমান আলী সহ সম্পাদক মনির মোল্লা ও নুজায় সহ সম্পাদক হাশেম মিয়া, আজিজ, রুবেল, পিন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এখানে প্রায় ৭০০ লোকের মাঝে ত্রাণ বিতরণ করেন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন জর্ডান কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত নাহিদা সোবহান ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ প্রবাসীদের পাশে থাকার জন্য।
You cannot copy content of this page