ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক ভোলার দৌলতখান পৌরসভার ৩০ টি মসজিদের ইমাম-মুয়াজ্জিন মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে দৌলতখান কাটপট্টি মাদরাসা প্রাঙ্গণে এসোসিয়েশন অফ এক্সিলেন্স চ্যারিটি-বাংলাদেশ কুয়েত মাদরাসার উদ্যোগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ জাকির হোসেনের নিজস্ব অর্থায়ানে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান উপজেলা আইম্মা উলামা পরিষদের সভাপতি ও মার্কাস মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, মুফতি মাওলানা আরিফুর রহমান, মাওলানা খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুতদার পৌরসভার ৩০ টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে ৫০ কেজি চাল, ১০ কেজি আলু ও ২ কেজি ডাল তুলে দেন।
Leave a Reply