আবদুর রহমান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
দেশ জুড়ে লকডাউনে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবন যাত্রা।কিন্তু স্তব্ধ হয়নি প্রকৃতির রূপ, রীতি, নীতি।সবুজ আবরণ ভেদ করে সোনালি আলোয় মাঠে আসলো সোনালি ফসল।কিন্তু অসহায় হয়ে পড়েছেন অনেক কৃষকই। খবর শুনেই উত্তর কলচমা গ্রামের কৃষক জাহাঙ্গীরের ধান কাটায় সহযোগিতা করতে নেতাকর্মীদের নিয়ে এগিয়ে আসলেন রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপার্থী মাঈনুল ইসলাম (মহিন মাল)।কাল বৈশাখী মাস যে কোন সময় ঝড় বৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরা।তাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, যুগ্ন সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রাছেল, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফ, সাধারন সম্পাদক জিয়াউল করিম নিশানের নির্দেশে ছাত্রলীগ নেতা মহিন মাল তার ছাত্রলীগ কর্মীদের নিয়ে হাজির হন মাঠে।বিনা পারিশ্রমিকে ধান কেটে বাড়ি তুলে দিয়ে হাসি ফোটান কৃষকের মুখে। কৃষক জাহাাঙ্গীর আলম ধান কাটায় ছাত্রলীগের সহযোগিতা পেয়ে বলেন, এই দুর্যোগ মূহর্তে ধান নিয়ে খুব চিন্তায় ছিলাম।মহিন মাল ভাই ছাত্রলীগ কর্মীদের নিয়ে আমার ধান কেটে বাড়ি পৌঁছে দেন।আমি তাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই।এই সময় ছাত্রলীগ নেতা মাঈনুল ইসলাম মহিন মালের সাথে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জিহাদ,সাগর,জহির,রবু সহ প্রমুখ।ছাত্রলীগ নেতা মাঈনুল ইসলাম মহিন মাল বলেন, ছাত্রলীগ একটি মানবিক সংগঠন।দেশের যেই কোন ক্রান্তিলগ্নে ছাত্রলীগ সবার আগে এগিয়ে আসে।বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় এবারও বোরো মৌসুমে কৃষকদের দুশিন্তা দুর করতে মাঠের ফসল কেটে ঘরে তোলার জন্য সহযোগিতা করছে ছাত্রলীগ।ইনশাআল্লাহ আমরাও ধান কাটার কাজে সহযোগিতা করছি।কোন কৃষক ধান কাটায় সহযোগিতা প্রয়োজন হলে আমরা সহযোগিতা করে যাবো।
Leave a Reply