সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ও নিশ্চন্তপুর ইউনিয়নে দুটি মুদি দোকান থেকে ন্যায্য মূল্যের টিসিবির একশ আশি লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর নির্দেশে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালী অভিযান চালিয়ে নাটুয়ারপাড়া বাজারের নুরু মিয়ার মুদি দোকান থেকে একশ বিশ লিটার সয়াবিন তেল উদ্ধার করে। পরে নিশ্চিন্তপুরের জজিরা চরের আবু হানিফের দোকান তল্লাশী করে আরো ৬০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “কোন ডিলারের সাথে তাদের লেনদেন ছিল সেটা খতিয়ে দেখা হবে। যে জড়িত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে। আর আটকৃতদের বিরূদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।”
Leave a Reply