মোঃ ছিদ্দিক ভোলা প্রতিনিধিঃ আসন্ন রমজানে যদি কোন দোকানি, আড়ৎদার ক্রেতা দের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় কোন জিনিসের দাম বেশি রাখেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কোন আড়ৎদার প্রয়োজনের তুলনায় দাম বাড়াতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মজুদ করেন তবে কঠিন শাস্তি পেতে হবে তাকে। এমপি মুকুল হুসিয়ারি দিয়ে বলেন দৌলতখান, বোরহানউদ্দিনে কোন সিন্ডিকেট ব্যবসা চলবেনা। সাধারণ মানুষকে নিয়ে যারা মুনাফার চেষ্টা করবে তাদের কে শাস্তি পেতে হবে। সারা বিশ্বে করোনা ভাইরাস কোভিড-১৯ এর মহামারি চলছে। মানুষ কষ্টে তাদের দিনাতিপাত করছে। আসন্ন রমজান উপলক্ষে মহান রাব্বুল অালামিন আমাদের হেফাজত করবেন ইনশাআল্লা। এই বিপদের দিনে যারা মানুষের পাশে না দাড়িয়ে তাদের নিয়ে ব্যবসা করার চিন্তা করবেন তাদের কে ছাড় দেওয়া হবেনা। দুটি উপজেলায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলারক্ষা কারি বাহিনীকে বাজার নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ দেন তিনি। এমপি মুকুল বলেন, মুনাফা খোররা ১২০ টাকার আদা ৩৫০ টাকায় বিক্রি করছে তাদের কে পাকড়াও করতে হবে। কেউ যাতে অসহায় মানুষকে ব্যবসার পুজি বানাতে না পারে সবাই কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পবিএ মাহে রমজানের পবিএতা রক্ষায় সবাই কে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান। সরকারের ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়ে আস্বস্ত করে বলেন এাণ বিতরন অব্যাহত থাকবে। কেউ ক্ষুধার্ত থাকবেনা,রমজানে যাতে মানুষের কষ্ট না হয় তা নিশ্চিত করতে সবধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। আমার ব্যক্তিগত সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।ব্যবসায়িদের প্রতি অনুরোধ করে তিনি বলেন দয়া করে অধিক মুনাফার লোভে প্রয়োজনের তুলনায় জিনিসপএ মজুদ করবেন না। বাজারে খাদ্য সংকট তৈরি করবেন না। সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে কোন ঘাটতি নেই। নিজ নিজ অবস্থান থেকে ব্যবসায়ী ভাইয়েরা মানুষ কে সহযোগিতা করবেন বলে আমি বিস্বাস করি। নিত্যপন্যের গাড়ি গুলো যথা রিতি খাদ্য সরবারহ করছে, সুতরাং মজুদ করা থেকে বিরত থাকুন। রমজানের পবিএতা রক্ষা করুন। কারো বিরুদ্ধে মানুষ কে জিন্মিকরার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে।সবাইকে পবিএ মাহে রমজানের শুভেচ্ছা জানান এমপি মুকুল।
Leave a Reply