সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে রাসেল রানা(১৫) নামের এক স্কুল ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম ভোপলা গ্রামে ধানক্ষেত থেকে স্কুল ছাত্রটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) গোলাম মর্তুজা।
নিহত স্কুল ছাত্র রাসেল রানা ভোপলা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। সে বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর নবমশ্রেণীর ছাত্র ছিলো।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়,রাতে সেহেরি পর থেকেই ওই স্কুল ছাত্রকে খুঁজে পাচ্ছিলেন না তার পরিবারের স্বজনেরা। এরপরে সকালে একটি ধানক্ষেতে তার গলাকাটা মরদেহ দেখে থানায় খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, কী কারনে এই হত্যাকান্ড হয়েছে তা সঠিক বলা যাচ্ছেনা। তবে মরদহে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে বুঝা যাবে হত্যাকান্ডের রহস্য। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Leave a Reply