বাগমারা প্রতিনিধিঃরাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার পথিক বিনোদন ক্লাবের উদ্যোগে রমজান উপলক্ষে ৩৫০টি পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। এলাকার মানুষ জানান আজ শনিবার বেলা ১১.০০ থেকে ১.০০ টা পর্যন্ত তাহেরপুর হরিতলা বাজারে ৩৫০টি পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । পৌর ছাত্রলীগের সভাপতি সন্দীপ রায় টিংকুর নেতৃত্যে উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম শোভন। আরও উপস্থিত ছিলেন পথিক বিনোদন ক্লাবের সদস্য সৌরভ চৌধুরী টেন্ডুল, সজল সরকার, বিদ্যুৎ সরকার, বাধন সরকার, কল্যাণ, মিঠন সরকার, কাঞ্চণ দাস, মণজ শাহা, অনিক শাহা, মলয়, উজ্জল, রঞ্জন, সুজন, সমেত, লালন প্রমূখ। উল্লেখ্য বাংলাদেশে করোনা রোগ ছড়ানর পর থেকেই সন্দীপ রায় টিংকুু ও পথিক বিনোদনক্লাবের সদস্য সহ বিভিন্ন উদ্দ্যগী যুব সমাজ করোনা মোকাবেলাই জীবাননাশক স্প্রে, মাস্ক ও সাবান সহ করোনা থেকে মুক্ত থাকার প্রচার প্রচারনার কাজ শুরু করে এবং এলাকার দুস্থ ও অসহায় মানুষদের কে ত্রাণ দিয়ে আসছে। সে উপলক্ষে ১লা রমজান পথিক বিনোদনক্লাবের উদ্যোগে তারা আজ ১৫০০০ হাজার টাকার সবজি ৩৫০টি পরিবারের মাঝে বিতরণ করে। পৌর ছাত্রলীগের সভাপতি সন্দীপ রায় টিংকু ও পথিক বিনোদন ক্লাবের পক্ষে থেকে জানা হয় যে যতদিন দেশ লকডাউন থাকবে তারা ততদিন অসহায় ও দুস্থ মানুষদেরকে সাহায্য করে যাবেন।
Leave a Reply