সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আরও নতুন করে একজন আক্রান্ত হওয়ার খবর দিয়েছে জেলা সিভিল সার্জন ডা. মোঃ মাহফুজার রহমান সরকার। রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
সিভিল সার্জন জানান, আগের প্রেরিত নমুনায় রবিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৮জন রোগী সনাক্ত হলো। এর মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর গেল ২৪ ঘন্টায় আরও ২৮ জন রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ । তা পাঠিয়ে দেয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. মোঃ মাহফুজার রহমান সরকার বলেন, ‘‘আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। রবিবার নতুন করে একজন রোগী সনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন আইইডিসিআর।’’
You cannot copy content of this page