করোনায় কর্মহীন হতদরিদ্র মানুষের সহায়তা কর্মসূচির আওতায় কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের ৪৭৫ টি পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম ও সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর
অর্থায়নে প্রতিটি পরিবারকে দশ কেজি করে চালের সাথে এক কেজি ছোলা ও এক কেজি করে চিনি প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যগণ।
You cannot copy content of this page