নাসিম আহমেদ রিয়াদঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রলীগ নেতা কর্মীরা এক কৃষকের মাঠের পাকা ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন। উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বড় লক্ষীপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম ৪৫ শতক নিজ জমিতে ব্রি-২৮ ইরি ধানের আবাদ করেন। এ ধান পেকে কাটার উপযোগী হয়। কৃষক জাহাঙ্গীর আলমের বক্তব্যে ধান কেটে বাড়ি নিতে তার প্রায় ৬ হাজার টাকা দরকার। তার টাকার সমস্যা ছিল। বিষয়টি জেনে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক সহ অন্যান্য নেতাকর্মী মিলে প্রায় ৫০ জন আজ মঙ্গলবার বেলা দশটার দিকে তার জমির ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে থেকে ধান কাটেন ও বাড়ি পৌছে দেন। তিনি জানান, জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নির্দেশনায় আজ মঙ্গলবার কৃষক জাহাঙ্গীর আলমের ধান কেটে বাড়ি পৌছে দেওয়া হয়। সংসদ সদস্য তানভীর ইমাম এর নির্দেশনা রয়েছে, মাঠের ধান পেকেছে অথচ টাকার সমস্যায় কাটতে পারছেন না। এমন কৃষকের ধান ছাত্রলীগের নেতা কর্মীরা কেটে যেন বাড়ি পৌছে দেয়। উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা সেভাবেই মানসিক প্রস্তুতি নিয়ে আছেন।
Leave a Reply