সিংড়া ( নাটোর) প্রতিনিধি : মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাধারন সম্পাদকও নাটোরের সিংড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট ইউসুফ আলী বলেন, মাননীয় প্রধান বিচারপতি চাইলে অত্যন্ত সীমিত ক্ষমতার একটা রীট বেন্চ গঠন করে সেখানে শুধুমাত্র জাতীয় জনগুরুত্বপূর্ন বিষয়ে সুয়োমোটো হস্তক্ষেপের ( interference ) ব্যাবস্থা করে দিতে পারেন ।
তিনি ড. জাফরুল্লাহর গনস্বাস্হ্য উদ্ভাবিত করোনা পরীক্ষার কীটের বিষয়ে সরকারের আচরনের সমালোচনা করে বলেন, আজ দেশের সর্বোচ্চ আদালত. সংবিধানের অভিভাবকরাও তাদের দায়িত্বে অবহেলা করছেন । দেশের সর্বোচ্চ আদালতের বিচারকগণ এই বিষয়ে একটা সুয়োমোটো রুল দিয়েও তো সরকারকে বা সংশ্লিষ্ট বিভাগকে গনস্বাস্হ্যের এই কীট পরীক্ষা করে বাজারজাতকরণ করতে বলতে পারে।
তিনি মঙ্গলবার সকাল ১০ টায় নাটোরের সিংড়া পৌর এলাকায় ১.২.৩ নং ওয়ার্ডের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরন কালে উপরোক্ত কথাগুলো বলেন।
সিংড়া উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি হিরাদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহেল কাফির পরিচালনায় ভিডিও কলে প্রধান অঅতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
রাজু আহমেদ
২৭/০৪/২০
Leave a Reply