নড়াইল প্রতিনিধি :নড়াইলের লোহাগড়া বাজারের চাল ব্যবসায়ী গৌর দত্তকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পচা চাল মজুত ও বিক্রির অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) রাখি ব্যানার্জি বুধবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে এ জরিমানা করেন।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি লক্ষ্মীপাশা বাজারে দোকান খোলা রাখায় বিপুল কুমার মল্লিককে ২ হাজার টাকা ও মোটর সাইকেলের কাগজপত্র না থাকায় মল্লিকপুরের শামীম শেখকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
রাখি ব্যানার্জি জানান, পচা চাল মজুত করে বিক্রির অভিযোগে আগেও তাকে জরিমানা করা হয়েছিল। আজ তিনি প্রায় ৭০ বস্তা পচা চাল লোহাগড়া বাজারের একটি চাতালে এনে প্রক্রিয়াজাতকরণ করে বিক্রি করতে প্রস্তুতি নিচ্ছিলেন।
Leave a Reply